
কুমিল্লা প্রতিনিধি ।।
নানার বাড়ীতে বেড়াতে এসে বালুবাহী ড্রামট্রাক চাপায় তাহমিদুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার -কোটবাড়ি সড়কের হাতিগাড়া চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ বরুড়া উপজেলার মির্জানগর গ্রামের এমরান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান , শিশু তাহমিদ তার মায়ের সাথে নানার বাড়ি হাতিগাড়া (সরদার বাড়ি) এলাকায় বেড়াতে আসে। এ সময় সিএনজি থেকে নেমে সড়ক পারাপারের সময় কোটবাড়িমুখি দ্রুতগতির একটি ড্রামট্রাক চাপা দিলে তাৎক্ষণিক তার মৃত্যু হয়।
দূর্ঘটনার পর ঘাতক চালক ড্রামট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বাইক নিয়ে ধাওয়া করে কোটবাড়ি বাজার এলাকা থেকে চালকসহ গাড়িটি আটক করে।
খবর পেয়ে নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের এস আই ফারুক ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন মামলা বা লিখত অভিযোগ দায়ের হয়নি বলে জানান নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের এসআই ফারুক।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিবার পোষ্টমর্টেম ও মামলা করতে অনিহা প্রকাশ করেছেন বলে জানা গেছে।