
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে গভীর রাতে রাস্তার পাশে, স্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা অসহায় ছিন্নমূল মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্যদব্য পৌঁছে দিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
বুধবার রাত ১০টায় নিজ গাড়িতে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ শাহাদাত হোসেনকে সাথে নিয়ে নগরীর কান্দিরপাড়, রেলস্টেশনসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে ১৫০ টি নি:স্ব পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
অসহায়দের মাঝে এ বিতরণ অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান।
উল্লেখ্য যে, এর আগে আরো প্রায় ১২ শত অসহায় মানুষ প্রধানমন্ত্রীর এ উপহার পেয়েছেন।