
নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১দশমিক ৭%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৬টা১০ মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ জুলাই বিকেল থেকে ২৫ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪৩হাজার ৫৯২জনের করোনা শনাক্ত হয়েছে।আজকের করোনা আক্রান্ত বুড়িচং ০১জন,বরুড়া০১জন,লাকসাম ০২জন,দেবিদ্বার ০৩জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ৩০জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৪২হাজার ১০৩জন হয়েছে।