
নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২দশমিক ১%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৩৫ মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৯ জুলাই বিকেল থেকে ২০জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪৩হাজার ৫৫৩জনের করোনা শনাক্ত হয়েছে।আজকের করোনা আক্রান্ত কুমিল্লা সিটিকর্পোরেশন ০৫জন,মুরাদনগর ০১ জন, সদর দক্ষিণ ০১ জন,লাকসাম ০৪ জন,লাঙ্গলকোট ০২জন,হোমনা ০১জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ২০জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৪১হাজার ৯৬৮জন হয়েছে।