
নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯দশমিক ২%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৫৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৩জুলাই বিকেল থেকে ১৪জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪৩হাজার ৪৭০জনের করোনা শনাক্ত হয়েছে।আজকের করোনা আক্রান্ত কুমিল্লা সিটিকর্পোরেশন ১৭জন,তিতাস ০১জন,মুরাদনগর ০১ জন,বরুড়া ০৩ জন,ব্রাক্ষণপাড়া ০১ জন,মনোহরগন্জ ০১জন,লাঙ্গলকোট ০১জন,লাকসাম ০৭জন,হোমনা ০১ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ২০জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৪১হাজার ৮৬৩ জন হয়েছে।