
নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩দশমিক ৪%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৭টা ৫৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১২জুলাই বিকেল থেকে ১৩ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪৩হাজার ৪৩৬জনের করোনা শনাক্ত হয়েছে।
আজকের করোনা আক্রান্ত কুমিল্লা সিটিকর্পোরেশন ০৭জন,মেঘনা ০২জন,সদর দক্ষিণ ০১ জন,আর্শদ সদর ০২ জন,লাকসাম ০৩জন,হোমনা ০২ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৪১হাজার ৮৪৩ জন হয়েছে।