২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় দুই দিনব্যাপী অধ্যক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে বহিষ্কারকুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার এবং সনদ বিতরণকুমিল্লায় বিপিএল চ্যাম্পিয়নদের বিজয় উৎসবকুমিল্লা সদরে ভূমিসহ ঘর পাচ্ছে আরো ৮৬ পরিবার জুনে ভূমিহীন-গৃহহীনমুক্ত হবে সদর উপজেলাভূমি ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে সীমান্তবর্তী শার্শাবিএনপির আন্দোলন-সংগ্রাম শেষ: হানিফকুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংর্ঘষে আহত ১০মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, ৩ যুবক আটকনিমসার বাজা‌রে তদার‌কি অ‌ভিযান,পাঁচ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

কুমিল্লায় অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করলেন সেনাবাহিনীর ৩১ বীর

১৫২
header

তৌহিদ খন্দকার তপু।।

বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেডের পরিচালনায় উজ্জীবিত একত্রিশ ব্যাটালিয়ন কয়েক শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করেছেন।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় কুমিল্লার বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে এসব ত্রাণ ও শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উজ্জীবিত একত্রিশ (৩১ বীর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: সাব্বির হাসান,পিএসসি। এ সময় এই ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো: সাব্বির হাসান,পিএসসি বলেন, ববাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ৪৪ পদাতিক ব্রিগেডের সার্বিক পরিচালনায় আমরা উজ্জীবিত একত্রিশ ব্যাটালিয়ন গরীব-অসহায় মানুষের মাঝে শীতকালীন শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করে আসছি।

মূলত দু:স্থ মানুষের পাশে দাড়ানো সেনাবাহিনীর একটি প্রয়াস। সেই প্রয়াসেই এই এলাকার অসহায় মানুষকে ত্রাণ ও শীতবস্ত্র দিয়ে সহায়তা করা। বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

After Related Post