
আইয়ুব আলী।।
কুমিল্লার হোমনায় সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
উপজেলা জাতীয় পাটির আয়োজনে শুক্রবার (২৯ জুলাই) বিকেলে হোমনা ওভারব্রিজ সংলগ্ন জাতীয় পাটির কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা জাতীয় পাটির আহবায়ক এটিএম মঞ্জুরুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও হোমনা উপজেলা পৌর জাতীয় পাটির সভাপতি রাজিব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন তিতাস উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সরকার মুকুল মাহমুদ, জাতীয় পাটির নেতা বশির আহমেদ,এনামুল হক, আবুল কালাম, আহমেদ বিন শরীফ
প্রমুখ।
পরে মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন ওলামা পাটির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন সাইফি।