
আইয়ুব আলী।।
কুমিল্লার হোমনায় দুই দিন ধরে মো. হৃদয় (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ রয়েছে।
সে উপজেলার আছাদপুর ইউনিয়নের চিৎপুর গ্রামের মো.নাসির উদ্দিনের ছেলে ও আছাদপুর হাজী সিরাজ দৌলা ফারুকী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার পরনে ছিল ইট কালারের থ্রী কোয়াটার প্যান্ট ও কাঠালী কালের টি শার্ট।
জানা গেছে, শনিবার (১১ জুন) দুপুর অনুমানিক দুইটার দিকে বাড়ি থেকে বের হয়ে এখন পর্যন্ত বাড়ি যায়নি। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজেও তার কোন সন্ধান পাওয়া যায় নাই। কেউ তার সন্ধান পেয়ে থাকলে নিন্ম ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল।
সন্ধানপ্রার্থী- এনায়েত উল্লাহ
মোবাইল- ০১৮৫৩৪১৪২১০