
আইয়ুব আলী।।
কুমিল্লার হোমনায় গাঁজা সেবনের দায়ে এক মাদকসেবীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে উপজেলার পঞ্চপট্টি এলাকার সোলেমান শাহর মাজারে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে আব্দুল হাকিম (৩০) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। হাকিম তিতাস উপজেলার মধ্য আকালিয়া গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে।
এতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান । সঙ্গে সঙ্গে ছিলেন পুলিশের এসআই মো. শামীম,এ এস,আই মোরশেদ ও
আজিম।
সূত্রে জানা যায়, আসামির কাছ থেকে পঁচিশ পুরিয়া গাঁজা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে ফেলা হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, আসামি হাকিম এর আগেও মাদক সেবন ও বিক্রির দায়ে জেল খেটেছেন বলে ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন। তার কাছ থেকে গাঁজা উদ্ধার করে তাকে মাদক সেবন ও বিক্রির দায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।