২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুমিল্লার হোমনায় ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি আটক

header

আইয়ুব আলী।।

কুমিল্লার হোমনায় ৫৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মো. রুবেল মিয়া (৩৬) মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের শ্রীরামপুর গ্ৰামের মো. রুপ মিয়ার ছেলে, অপরজন মো. রাজু (২২) সে নোয়াখালী জেলার সুধারাম উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

বুধবার (০১ জানুয়ারি) সকালে মাথাভাঙা ইউনিয়নের জয়দেবপুর সাদ্দাম বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্রে যায়, বুধবার সাড়ে নয়টার দিকে তারা একটি প্রাইভেটকার নং -ঢাকা মেট্টো -গ ৪৯-২২৯২ যোগে হোমনা থেকে মেঘনা রোডে যাচ্ছিলেন। হঠাৎ গোপন সংবাদ পেয়ে হোমনা থানার এস আই নিভু রঞ্জন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল পাড়ারবন্ধ (কাঠালিয়া) ব্রীজের পূর্ব পাশে উপজেলার জয়দেবপুর সাদ্দাম বাজারের খালিদ মেম্বারের ফার্নিচারের দোকানের সামনে চেকপোষ্ট বসিয়ে সন্দেহ জনক গাড়ীটি আটক করে।

পরে গাড়ী তল্লাসী করে ৫৫ টি ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের দুইজন মাদক কারবারিসহ প্রাইভেটকার জব্দ করা হয়।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার জেল হাজতে প্রেরন করা হবে।

After Related Post