২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুমিল্লার বরুড়ায় গাজাসহ তরুণ মাদক ব্যবসায়ী আটক

header

বরুড়া প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়ায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বোরহান উদ্দিনকে (২২) আটক করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) গভীর রাতে ডেওয়াতলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী ডেওয়াতলী গ্রামের শাহজান মিয়ার ছেলে।

জানা গেছে, করোনার মহামারীর মধ্যে কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপারের নির্দেশে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদা বরুড়ায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন।

এরই ধারাবাহিকতায় বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদারের নির্দেশনায় এসআই মেহেদী হাসান ও এএসআই দুলন মিয়াসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যসায়ী বোরহান উদ্দিনকে গ্রেফতার করে।

এ ঘটনায় বরুড়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়। বরুড়া থানা মামলা নং০৯

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

After Related Post