
নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভা শেষে চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করে মোঃ জোবায়ের হোসেন শুভকে সভাপতি ও মোঃ জামশেদ হোসেন নয়নকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ।
০১ (এক) বছরের জন্য অনুমোদিত আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলো; সহ- সভাপতি মোঃ হোসাইন রকি, যুগ্ম সাধারন সম্পাদক- আজিম হোসেন, আকিল হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন।
উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ জানান, আগামী ১৫ (পনের) দিনের মধ্যে চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে নেতৃবৃন্দকে।