
নগরবাংলা নিউজ ডেস্ক।।
বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক যুগান্তরের দুই যুগ পুর্তি উদযাপিত হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
র্যালী শেষে প্রেস ক্লাবে আলোচনাসভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কেটে যুগান্তরের দুই যুগ পুর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কেককাটেন সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের ব্যুরো রিপোর্টার আবুল খায়ের শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক আ ক ম আব্দুল আজিজ সিহানু, নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সাংবাদিক নাছির উদ্দিন চৌধুরী, সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন প্রমুখ