
নিউজ ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণহত্যা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের ড.দুলাল-ড. জুলহাস মিয়া নেতৃত্বাধীন অংশের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে৷
২৫ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এ মোমবাতি প্রজ্বলন করা হয়।
এসময় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. জুলহাস মিয়ার সঞ্চালনায় এবং সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, আইন অনুষদের ডিন মো. রশিদুল ইসলাম শেখ, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যলয়ের পরিচালক অধ্যাপক ড. জি.এম. মনিরুজ্জমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
মোমমাতি প্রজ্বলন শেষে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভার বক্তারা বলেন, ‘২৫ মার্চের এই কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙ্গালীর উপর ঝাঁপিয়ে পড়ে। এতে বাংলার নিরহ লক্ষ লক্ষ ছাত্র-জনতাকে হত্যা করা। আজকের এই দিনে স্মরণ করছি সেসব শহিদদের যাদের আত্মত্যাগে পেয়েছি স্বাধীন বাংলাদেশ।