২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

কুবিতে ইংরেজি বিভাগের নবীন বরণ

header

নগরবাংলা নিউজ ডেস্ক।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ইউকেন্ড প্রোগ্রামের (স্প্রিং- ২০২৩) ১৪ তম আবর্তনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করার পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩ ফ্রেব্রুয়ারি) সকাল ১১ টায় বিভাগের ২০৮ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ আল মামুন ও মাহমুদা আক্তার মনির সঞ্চালনায় এসময় ইউকেন্ড প্রোগ্রাম ডিরেক্টর সহযোগী অধ্যাপক মো.হারুন,সহযোগী অধ্যাপক ড.মোহা.হাবিবুর রহমান ও সহকারী অধ্যাপক মো.আবুল হায়াৎ সদস্য হিসেবে উপস্হিত ছিলেন।

এছাড়াও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, বিভাগীয় প্রধান অধ্যাপক ড.বনানী বিশ্বাস, সহকারী অধ্যাপক রেঁনেসা আহমেদ সায়মা, সহকারী অধ্যাপক শারমিন সুলতানাসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষার্থীরা কীভাবে একাডেমিক্যালি ভালো করতে পারবে সেবিষয়ে দিক নির্দেশনামূকলক বক্তব্য প্রদান করতে গিয়ে ড.এম এম শরীফুল করিম বলেন,আমরা তোমাদের গ্রামার শিখাবো না,কিন্তু তোমাদের ইংলিশের ৪ টি বিষয় ; রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসনিং এ কীভাবে ইম্প্রুভ করা যায় সেবিষয়ে নজর দিবো।

প্রোগ্রামের সদস্য ড. মোহা. হাবিবুর রহমান বলেন, ইংরেজি বিভাগ হচ্ছে রয়েল ডিপার্টমেন্ট।তোমরা জানো এটি একটি গ্লোবাল ল্যাংগুঅ্যাজ। এজন্য তোমাদের ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হবে ক্যারিয়ারকে সমৃদ্ধ করার জন্য। তোমাদের নিজেদের উন্নত করতে হলে অব্যশই নৈতিক শিক্ষা ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে।

ড.বনানী বিশ্বাস বলেন,তোমাদের সবাইকে লার্নিং এ বেশি নজর দিতে হবে।তোমাদের রয়েলটির মাধ্যমে বিভাগের সুনাম রক্ষা করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ হারুন বলেন,তোমাদের অবশ্যই ইংরেজি ভাষার সঠিক ব্যবহার জানতে হবে। কোয়ালিটি এডুকেশন ও বেটার ইংরেজি শেখার প্রতি জোর প্রয়োগ করতে হবে। যাতে করে আমরা এসডিজি লক্ষ্য মাত্রা পূরণ করতে পারি।

সবশেষে তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

After Related Post