
মাঠ প্রস্তুতিতে ঘাটতি থাকায় বসুন্ধরা কিংস তাদের প্রথম হোমম্যাচটি কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামের পরিবর্তে খেলেছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। শনিবার নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ চ্যাম্পিয়ন দলটি।
কুমিল্লার স্টেডিয়ামটি প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে গত মৌসুমেই মোহামেডানের কল্যাণে। এবারও প্রথ ম্যাচটি হয়ে গেছে বৃহস্পতিবার। নিজেদের মাঠে মোহামেডান খেলেছে সাইফের বিপক্ষে।
এবার এককভাবে মোহামেডানের নয় ভেন্যুটি। ভাগাভাগি করেছে বসুন্ধরা কিংসের সঙ্গে, যাদের গত মৌসুমে ভেন্যু ছিল নীলফামারীর শেখ কামাল স্টেডিয়াম। করোনাভাইরাসের কারণে এবার দুরের ভেন্যুগুলো বাদ দিয়েছে বাফুফে। তাই কিংস স্টেডিয়াম শেয়ার করছে মোহামেডানের সঙ্গে।
শনিবার এবারের হোম ভেন্যুতে প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। হোম ভেন্যুতে প্রথম খেলা বলে একটু বাড়তি আনুষ্ঠানিকতাও থাকছে এ ম্যাচে। আয়োজকরা প্রধান অতিথি করে নিয়ে যাচ্ছে বাফুফে ও সাফ সভাপতি কাজী মো. সালাউদ্দিনকে।
এ ভেন্যুতে বসুন্ধরা কিংসের আছে তীক্ত অভিজ্ঞতা। গত মৌসুমে এই মাঠে মোহামেডানের কাছে হেরেছিল তারা। হারের পর দলটির স্প্যানিশ কোচ মাঠ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিল। এবার সেই স্টেডিয়ামকেই ঘাঁটি বানিয়েছে চ্যাম্পিয়নরা।
মোহামেডানের শুরুটা ভালো হয়নি নিজেদের মাঠে। বৃহস্পতিবার ২-১ গোলে হেরে গেছে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে। ঘরের মাঠে বসুন্ধরা কিংসের সূচনাটা কেমন হয় সেটাই দেখার।
বসুন্ধরা কিংস দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। প্রথম ম্যাচে হারিয়েছে উত্তর বারিধরা ক্লাবকে, দ্বিতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। ব্রাদার্স হেরেছে প্রথম দুই ম্যাচ শেখ রাসেল ও আবাহনীর বিপক্ষে।