
কালীগঞ্জে রোজা রেখেও দৃষ্টি প্রতিবন্ধী এক কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
রোজা রেখেও কৃষকের ধান কেটে দিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক উপজেলার কোলা ইউনিয়নের দামোদরপুর গ্রামের এক দৃষ্টি প্রতিবন্ধী কৃষকের জমির ধান কেটে ছাত্রলীগের নেতাকর্মীরাই বাড়ি পৌঁছে দেন।
প্রায় ৩০ জন নেতাকর্মী ধান কাটা ও কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেওয়ার কাজে অংশ নেন। নেতাকর্মীরা প্রায় অর্ধকিলোমিটার পথ পায়ে হেঁটে নিয়ে ধান কাটার এ কাজে অংশ গ্রহন করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। কালবৈশাখী ঝড়কে কেন্দ্র করে ক্ষেতের ফসল নিয়ে কৃষকরা দুঃশ্চিন্তায় রয়েছে। তেমনি একজন কৃষক দৃষ্টি প্রতিবন্ধী। খবর পেয়ে আমরা ধানগুলো কেটে দিয়েছি। যে কারও বিপদে পাশে থেকে কাজ করতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।