২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

করোনা মোকাবেলায় তিতাস থানা পুলিশের মাস্ক বিতরণ

header

নিউজ ডেস্ক।।

কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন স্থানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতা ও মাক্স বিতরণ করেছে তিতাস থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দি বাজারে ও হোমনা টু গৌরীপুর রাস্তায় তিতাস থানা পুলিশের পক্ষ থেকে এ মাস্ক বিতরণ করা হয়।

এ সময় মাস্ক না পরে বাজারে এবং রাস্তায় চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত বাবু সুধীন চন্দ্র দাস, সেকেন্ড অফিসার মধুসূদন ও বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী সহ থানার কর্মরত পুলিশ কর্মকর্তারা।

ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, সম্প্রতি কোভিড-১৯ দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাক্স পরাসহ বিভিন্ন স্বাস্থ বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাক্স পরে সে ব্যাপারে সচেতন করে তুলছি। আমরা চাই যে, করোনার মহামারি থেকে তিতাস উপজেলার মানুষ গুলো যেন সুরিক্ষত থাকুক।

After Related Post