
লালমাই প্রতিনিধি।।
করোনা টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার লালমাইতে টিকা নিলেন লালমাই প্রেস ক্লাবের সাংবাদিকরা। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাগমারা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করােনা ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে তারা এই ভ্যাকসিন গ্রহণ করেন।
লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক ইউনিভার্সেল কামাল এর নেতৃত্বে সংগঠটির সহসাধারণ সম্পাদক এমদাদুল হক মজুমদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, নির্বাহী সদস্য অমর কৃষ্ণ বনিক, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল মতিন,দপ্তর সম্পাদক মাসুদ রানা ও সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক আলমগীর হােসেন অপু ভ্যাকসিন গ্রহণ করেন।
ভ্যাকসিন গ্রহণ শেষে সংগঠনটির সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, আনন্দমুখর পরিবেশে করােনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করলাম। আশা করছি সবাই যথাযথ নিয়ম মেনে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণ করবে এবং নিরাপদে এবং আনন্দের সঙ্গে টিকা নেবে।
করোনা ভাইরাস প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণের ভীতি দূর করতে সারাদেশে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার।
বাংলাদেশে আমদানিকৃত অ্যাষ্টোজেনেকার ভ্যাকসিন অন্যান্য ভ্যাকসিনের তুলোনায় কার্যকর নিরাপদ ও পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। আমরা টিকা গ্রহণ করার পর এখন পর্যন্ত সবাই সুস্থ আছি এবং সুস্থতা বোধ করছি।