
এন.সি জুয়েল: ইয়ুথ অ্যালায়েন্স ফর ডেভলপিং বাংলাদেশ (YADB )- কুমিল্লা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হলে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবদুল জলিল।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন YADB- কুমিল্লা শাখার সভাপতি আরিয়ান হক ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম বিজয় সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য। বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে প্রথমে দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে ২০০ পথ-শিশু ও দিন মজুরের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।