
মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা হাসনাবাদ ইউনিয়ন মানরা গ্রামের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ।
অটোরিক্সা চালকের যমজ ২ ছেলে আরিফ ও শরীফকে আর্থিক অনুদান প্রদান করেছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পোমগাঁও গ্রামের কৃতিসন্তান এলজিআরডি মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি।
বৃহস্পতিবার বিকালে আরিফ ও শরিফের বাড়িতে গিয়ে নেতা কর্মীদের উপস্থিতিতে যমজ ২ ছেলের পিতা মো বিল্লাল হোসেনের হাতে নগর এক লক্ষ টাকা তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এবং মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো আব্দুল কাইয়ূম চৌধুরী,মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো কামাল হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রমূখ। মেধাবী যমজ দুই ছেলের পিতা মো বিল্লাল হোসেন বাবুল , আমি মাননীয় এলজিআরডি মন্ত্রী মো তাজুল ইসলাম এমপির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি সামস্য লেখাপড়া করেছি বলে আজ অটোরিক্সা চালিয়ে জীবন যাপন করতে হচ্ছে। কিন্তু আমার দুই ছেলে কে মানুষের মত মানুষ করে তুলবো বলে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। তাই সবার সহযোগিতা এবং দোয়া আমার স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আশাকরি।