
কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন উপদেষ্টা, সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
বুধবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন তিনি৷
শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খসরুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে এডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল (বুধবার) বিকাল ৪.৫০ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন।