
নেকবর হোসেন।।
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন,ধর্মীয় কোন বিভেদ নেই। কিছু অসাধু মানুষ আছে রাজনৈতিক ভাবে ধর্মকে বিভাজন করে। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন সারের জন্য কৃষকরা বিক্ষোভ করেছে। বিএনপি সরকার নিরপরাধ ১৭ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল । বর্তমানে দেশ উন্নয়নের পথে এগুচ্ছে। এ অভূত উন্নয়নকে বাধা প্রদানের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে।
কুমিল্লায় উপসংঘরাজ দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের এর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথাগুলো বলেন।
শনিবার (১৯ মার্চ) সকালে কুমিল্লার লাকসাম চাঁনগাঁও কোয়াঁর ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শাসন শোভন ড, জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার ফারুক আহমেদ, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুস ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দরা।
পরে আলংনৃত্য, অনিত্য ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠত হয়।
অন্ত্যোষ্টিক্রিয়ার মধ্য দিয়ে ধর্মগুরুকে চির বিদায় দিতে দেশের বিভিন্ন জেলার বৌদ্ধধর্মালম্বিরা অংশ নেন।