
নগরবাংলা নিউজ ডেস্ক।।
ঈদুল আজহা উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে এতিম শিশুদের মাংসসহ খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে।
শনিবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামে এতিম শিশুদের খাদ্যসামগ্রী বিতরণ করে সেবামূলক সংগঠন ‘জীবনের জয়গান ফাউন্ডেশন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে মাংস, পোলাও চাল, চাল, ডাল, আটা, সেমাই, চিনি, পেঁয়াজ, রসুন ও মসলা।
সংগঠনের সভাপতি মতিনুর রহমান বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় কাজ করে এ সংগঠন। সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের নিজস্ব অর্থায়নে প্রতিবছরের মতো এবারও মাদরাসায় পড়ুয়া ৬০ জন এতিম শিশুকে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রাজন আহমেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।