২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অসহায় মানুষের মাঝে কুয়েত শাখা ছাত্রলীগের ইফতার বিতরণ

২৪
header

কুয়েত শাখা ছাত্রলীগের পক্ষ থেকে নোয়াখালীতে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দিকনির্দেশনায় কুয়েত শাখা ছাত্রলীগের পক্ষ থেকে নোয়াখালীতে বিভিন্ন স্থানে রিক্সা চালক ছিন্নমূল পথচারীদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়।

কুয়েত শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খান অভি ও উপ-প্রচার সম্পাদক আহাদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এবং ছাত্রলীগের অভিভাবক দুই কান্ডারী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দিকনির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে ছিন্নমূল পথচারী অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়েছে। দেশের প্রতিটি দূর্যোগ এবং ক্লান্তি লগ্নে অসহায় মানুষের পাশে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় কুয়েত শাখা ছাত্রলীগ সব সময় অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে এবং ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

After Related Post